মাদারীপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুন) বেলা ১১ টায় সমন্বিত সরকারি অফিস ভবনে মিলনায়তনে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন দুদক কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান। এতে ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দল পক্ষে চ্যাম্পিয়ান এবং বিপক্ষে রানার্স আপ হয়েছে মাদারীপুর উচ্চ বালিকা বিদ্যালয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান এর সভাপতি দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মোঃ আক্তার হোসেন, পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম, পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জামান মিয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইনউদ্দিন, সরকারি কর্মকর্তা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মোস্তফা হাওলাদার, স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী সহ অনেকেই। জেলা দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ আতিকুর রহমানের সঞ্চালনায় এসময় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়া ২৫০ শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী ও ৫টি বিদ্যালয়ের সততা স্টোর কে নগদ অর্থ বিতরণ করা হয়। সেরা বক্তা নির্বাচিত হয় মাদারীপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী নুসরাত জাহান। অনুষ্ঠানে বক্তারা দুর্নীতি বিরোধী জ্ঞানগর্ভ আলোচনা করেন।

বার্তা বাজার/জে আই