কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৬৩ হাজার ইয়াবা বড়িসহ আবুল বাশার (৩৮) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে কোস্ট গার্ড।
বুধবার (১৪ জুন) সকালে পৌরসভার কাইয়ুকখালী পাড়া নিজ বসত ঘর হতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন আব্দুর রহমান।
তিনি জানান, পৌর সভার কাইয়ুকখালী পাড়া এলাকায় আবুল বাশারের বাড়ির আঙ্গিনায় ইয়াবা লুকিয়ে রাখা হয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় কোস্টগার্ড। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টেরপেয়ে পালানোর সময় আবুল বাশারকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে তার বাড়ির আঙ্গিনায় লাকড়ির স্তুপের মধ্যে অভিনব কায়দায় লুকায়িত ১টি প্লাষ্টিকের বস্তা হতে ৬৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
আইনী প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে জব্দকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
বার্তাবাজার/এম আই