বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মাদ নাসিমের ৩য় মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) বিকাল ৪ ঘটিকায় তার নিজ জন্মস্থান সিরাজগঞ্জ জেলার শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের আয়োজনে আয়োজিত হয় এই দোয়া মাহফিল।
এতে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদারের আহবানে সভাপতিত্ব করেন জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ কে এম হোসেন আলী হাসান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা চেম্বার অব কমার্স এর সভাপতি আবু ইউসুফ সূর্য, সদর উপজেলা আ’লীগের সভাপতি আবদুল হাকিম, পৌর আ’লীগের সভাপতি হেলাল উদ্দীন, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ।
বক্তাগণ তাদের আলোচনায় প্রয়াত এই নেতার বর্ণ্যাঢ্য জীবনি তুলে ধরেন। পাশাপাশি সিরাজগঞ্জবাসীর জন্য তার উন্নয়নের কথা তুলে ধরেন।
সাংসদ হাবিবে মিল্লাত তার বক্তব্যে বলেন, প্রয়াদ নেতা মোহাম্মাদ নাসিম ছিলেন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের নেতা। সকল দূর্যোগ ও দুঃসময়ে তিনি সবসময় রাজপথে থেকেছেন। সিরাজগঞ্জবাসী আজীবন কৃতজ্ঞতায় তাকে স্মরণ করবে।
বার্তা বাজার/জে আই