‘পর্যটন এবং গ্রামীণ উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শায় ‘গ্রামীণ উন্নয়নে পর্যটন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় পর্যটন মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের দায়িত্বে নিয়জিত অতিরিক্ত সচিব মো. আবু তাহের জাহিদ ভিডিও কনফারেন্সের এর মাধ্যমে উক্ত কর্মশালার শুভ উদ্বোধন করেন। তিনি ঢাকা থেকে সরাসরি মাল্টিমিডিয়া প্রজেকশনের মাধ্যমে মুল প্রতিপাদ্য উপস্থাপন করেন।
কর্মশালায় শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস।নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হুসাইন,ডাঃ লক্ষিন্দার কুমার দে, শার্শা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেল, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, শার্শা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলার সকল ইউনিয়েনের চেয়াম্যানসহ প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক।
বার্তা বাজার/জে আই