কুষ্টিয়ার কুমারখালীতে শান্ত নামের এক সেনা বাহিনীর সদস্যের বিরুদ্ধে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায় সাড়ে চার লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন এক যুবতী। অভিযুক্ত শান্ত যদুবয়রা ইউনিয়নের ভবানীপুর বড় ভাই মোড় এলাকার কামাল হোসেনের ছেলে।
ওই যুবতী অভিযোগ করে বলেন, প্রায় এক বছর ধরে সেনা সদস্য শান্তর সাথে তাঁর প্রেমের সম্পর্ক। একপর্যায়ে বিয়ে করার প্রতিশ্রুতি দেয় শান্ত। সেই সুযোগ নিয়ে শান্ত যুবতীর কাছে সব সময় নানান সমস্যার কথা তুলে ধরে টাকা চাইতে থাকে। এক সময় শান্ত তাকে বলে টাকা না দিলে তাঁর চাকুরি চলে যাচ্ছে। এমন কথা শুনে ওই যুবতী শান্ত একে একে সাড়ে চার লক্ষ টাকা দেন।
তাঁর ভাষ্য, শান্ত এখন তাকে বিয়ে করবেনা বলে জানিয়ে দিয়েছে এবং যোগাযোগ বন্ধ করে দিয়েছে। শান্ত হয় তাকে বিয়ে করবে, না হয় তার টাকা ফেরত দিবে বলে দাবি করেন ওই যুবতী।
তবে অভিযোগ অস্বীকার করে শান্ত বলেন, এক হাতে তো আর তালি বাজেনা। তেমন কোনো কিছু না, একটু সম্পর্ক ছিলো। তবে তিনি কারো টাকা নেননি বলে দাবি করেন।
শান্তর ফুফু বলেন, বিষয়টি শান্তর কাছে শুনে বসাবসি করে তারা সমাধান করবেন।
বার্তা বাজার/জে আই