‘প্রশাসনকে বলব রেজাল্ট কোনোভাবেই যেন কারচুপি না করা হয়। ফলাফল আমাদের প্রিন্টিং কাগজে দেওয়ার জন্য অনুরোধ করেছি। আর এখন পর্যন্ত পরিস্থিতি ভালো না খারাপ তা বোঝা কঠিন কারণ শুধুমাত্র ভোটগ্রহণ শুরু হয়েছে। পরিস্থিতি কখন যে মেঘ থেকে বন্যায় রূপ নেয় তা তো জানি না।’ — শহীদ রব সেরিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে এসে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকের মেয়রপ্রার্থী সৈয়দ আব্দুল ফয়জুল করিম।
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এ সময় ১২৬টি কেন্দ্রে ৮৯৪টি কক্ষে ২ লাখ ৭৪ হাজার ২৯৮ জন ভোটার ভোট প্রয়োগ করবেন।
সৈয়দ আব্দুল ফয়জুল করিম আরও বলেন, ইভিএম নিয়ে শঙ্কা এটা কোনো সহজ শঙ্কা নয়। ইভিএম এর ব্যাপারটা অনেক কঠিন এবং জটিল। ইসি আমাদের আশ্বস্ত করেছেন আপনারা শঙ্কামুক্ত থাকুন। ইসি আমাদের যেভাবে বলেছেন আমরা আশা করি সেভাবেই যেন ফলাফল হয়। আমি অনেক আশাবাদী। মানুষ যদি ভোট দিতে পারে তাহলে আমি সর্বোচ্চ ভোটে জয়ী হব।
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, বরিশাল সিটিতে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন। এই সিটিতে ৩০টি সাধারণ ও ১০টি সংরক্ষিত ওয়ার্ড আছে। মোট ১২৬টি ভোটকেন্দ্র ও ৮৯৪টি ভোটকক্ষ সবগুলোই সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আছে।
বার্তাবাজার/এম আই