কক্সবাজারের উখিয়া ক্যাম্পে অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরী বন্দুক ও ওয়াকিটকিসহ দুটি হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এই ঘটনায় অন্তত চার পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানাগেছে।

আটক ব্যক্তি, ক্যাম্প-১৯/ ব্লক-১৪ এর মোহাম্মদ তাহের এর ছেলে মোহাম্মদ আরাফাত (২৪)।

শনিবার (১০ জুন) গভীর রাতে উপজেলার তানজিমারখোলা ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সে রোহিঙ্গা উগ্রবাদী সংগঠন আরসার সদস্য ও দুইটি হত্যা মামলার পলাতক আসামী বলে নিশ্চিত করেছেন ৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (ইন্টেলিজেন্স এন্ড মিডিয়া) ফারুক হোসেন।

তিনি জানান, শুক্রবার রাতে চিহ্নিত রোহিঙ্গা সন্ত্রাসীদের গ্রেফতারে ক্যাম্প-১৯ এ বিশেষ অভিযানে নামে এপিবিএন। অভিযান চলাকালে দুষ্কৃতকারী সন্ত্রাসীরা পুলিশের উপর হামলা চালিয়ে চার পুলিশ সদস্যকে আহত করে। এ সময় পুলিশ আরসা সন্ত্রাসী সংগঠনের অস্ত্রধারী বিভিন্ন মামলার পলাতক আসামী মোহাম্মদ আরাফাতকে (২৪) একটি ওয়াকিটকিসহ আটক করে। পরে তার স্বীকারোক্তিমতে এক রাউন্ড গুলি ও একটি একনলা দেশীয় তৈরী বন্দুক উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিকে আইনী প্রক্রিয়া শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

বার্তাবাজার/এম আই