অবশেষে কাটল অনিশ্চয়তার মেঘ। আসন্ন ইউএস ওপেনে খেলবেন নোভাক জোকোভিচ। কোভিড প্রতিষেধক টিকা না নেওয়ায় সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত দুইটি প্রতিযোগিতায় তিনি খেলতে পারেননি।
তবে দেশটির সিনেট তাদের চলতি কোভিড বিধি বাতিল করায় কপাল খুলেছে এই সার্বিয়ান তারকার। আগামী ইউএস ওপেনে খেলার সুযোগ পাচ্ছেন তিনি।
এর আগে জোকোভিচ অতীতে একাধিক বার বলেছেন, টিকা তিনি নেবেন না এবং তাকে বাধ্য করা হলেও তা তিনি মানবেন না। তার বক্তব্য ছিল, এটা নিয়ে জোর করার অর্থ কার্যত তার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা।
এই কারণেই গতবার অস্ট্রেলিয়ান ওপেন থেকে না খেলেই ফিরতে হয়েছিল জোকারের। এমনকি মেলবোর্নে মামলা করেও সেই যাত্রায় রক্ষা হয়নি।
উল্লেখ্য, করোনার টিকা না দেওয়ায় অস্ট্রেলিয়ান ওপেনের গত আসরে খেলা হয়নি জোকারের। অংশ নিতে পারেননি ইউএস ওপেনেও। গত মার্চে মিয়ামি ওপেন ও ইন্ডিয়ান ওপেন প্রতিযোগিতাতেও ভিসা জটিলতায় খেলা হয় নি বিশ্বের এই এক নম্বর টেনিস খেলোয়াড়ের।