উপজেলা পরিষদের আসন্ন নির্বাচন সরকারের পাতানো ফাঁদ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ মন্তব্য করেন মির্জা আব্বাস।

ঢাকা মহানগর দক্ষিণ যুগ্ম আহ্বায়ক হাবিবুর রশিদ হাবিবের মুক্তির দাবিতে হাবিবুর রশিদ হাবিব মুক্তি পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে।

এ সময় মির্জা আব্বাস আরও বলেন, ‘আরেকটা ফাঁদ…সর্বশেষ ফাঁদ পেতেছে সরকার। তারা বলছে উপজেলা নির্বাচন। এর আগে জাতীয় নির্বাচনেও ফাঁদ পেতেছিল। বিএনপিকে নির্বাচনে নেবেন কিন্তু বিএনপি সেই নির্বাচন প্রত্যাখান করেছে।’

মির্জা আব্বাস বলেন, ‘যেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না সেই নির্বাচনের প্রয়োজন নাই।রাজতন্ত্র কায়েম করতে পারেন, রাজতন্ত্র ঘোষণা দিতে পারেন কিন্তু নির্বাচনের কথা আপনাদের মুখে মানায় না।’

মির্জা আব্বাস বলেন, ‘এই দেশে এই স্বৈরশাহীর পত্রিকায় দেখলাম…সরকার উৎখাত করবে। আরে ভাই আমি তো সরকারই দেখি না। এটা তো নির্বাচিত সরকার নয়। সুতরাং এই সরকারকে উৎখাত করার দায়-দায়িত্ব বিএনপি বহন করে না। জনগণ যখন মনে করবে তখন লাথি দিয়ে সরকারকে ফেলে দেবে, সরকার থাকতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা আন্দোলন গড়ে তুলছি। আন্দোলন হবে, মুক্ত হবে দেশ। আমি জানি না দেখে যেতে পারব কিনা। কিন্তু এদেশে কেউ না কেউ আসবে এই হায়েনার হাত থেকে এই দেশকে মুক্ত করার জন্য। ইনশাআল্লাহ বিএনপি ঠিকই আসবে। আমাদের নেতা তারেক রহমান রয়ে গেছেন…তিনি একদিন এই দেশে ফেরত আসবেন জনরোষের মুখে যখন এই সরকারের পতন হবে।

বার্তা বাজার/এইচএসএস