ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লিচু বাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) ভোররাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকার একটি লিচু বাগান থেকে দুইটি বস্তায় ভরা এ গাঁজা উদ্ধার করা হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামে অভিযান চালিয়ে গ্রামের দুদ মিয়ার বাড়ির পাশের একটি লিচু বাগান থেকে এ গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ ঘটনায় দুইজনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।