পবিত্র রমজান উপলক্ষে জয়পুরহাটে সাধারণ মানুষের প্রাণিজ আমিষের চাহিদা মেটাতে স্বল্প মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রি শুরু হয়েছে। বুধবার দুপুরে জয়পুরহাটের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে পল্লী উন্নয়ন সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে জাকোস ফাউন্ডেশনের উদ্যোগে পণ্য বিক্রির উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দীন। এসময় পিকেএসএফ এর জাকোস কৃষি কর্মকর্তা ডঃ জহুর আলী ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বল্প মূল্যের এই দোকানে সোনালী মুরগি ২৫০ টাকা, ব্রয়লার মুরগি ১শ ৫০ টাকা কেজিতে এবং ডিম প্রতি হালি ২৫ টাকায় বিক্রি করা হচ্ছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, রমজানে এই ধরনের পণ্য কম দামে পাওয়ায় ক্রেতারা স্বস্তি পাচ্ছে।