যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মাগুরার শ্রীপুরে মঙ্গলবার দিনব্যাপী ‘মহান স্বাধীনতা দিবস’ পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে সকাল ৭ টায় শ্রীপুর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের পাদদেশে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করা হয়। এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল, থানার অফিসার ইনচার্জ শেখ তাসমীম আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মিয়া নজরুল ইসলাম, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম মোল্লা, মহিলা আওয়ামী লীগের সভাপতি জোয়ার্দার স্বর্নালী রিয়া, বিএনপির সভাপতি বদরুল আলম হিরো, শ্রীপুর মহিলা কলেজের অধ্যক্ষ মঈদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আশা খন্দকার, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম অধিকারী, ছাত্রলীগের সভাপতি বিএম আরিফুজ্জামান সাজ্জাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, পল্লী বিদ্যুৎ সমিতি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সকাল ৮টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কুচকাওয়াজ, ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা ও বিকাল ৩ টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয় । কুচকাওয়াজে উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল, থানার অফিসার ইনচার্জ শেখ তাসমীম আলম সালাম গ্রহণ করেন। উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ পরিবেশিত জাতীয় সঙ্গীতের সাথে সাথে অতিথিবৃন্দ জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, রোভার স্কাউটস, গার্ল ইন গাইডসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশ গ্রহণ করেন। কুচকাওয়াজে নেতৃত্ব দেন এসআই দেবব্রত ।

অনুষ্ঠানসমূহে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, সরকারি কর্মকর্তাগণ, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন ।
অধ্যাপক শিশির শিকদার ও উপজেলা সমাজসেবা অফিসার ওয়াসিম আকরামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।