২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন। জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।

মঙ্গলবার সকালে সুর্যস্তের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসটির শুভ সূচনা হয়। পরে শহিদ ডাক্তার আবুল কাশেম ময়দানে সৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহিদদের জেলা প্রশাসন, জেলা পুলিশ সহ সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সকাল ৮ টায় জয়পুরহাট স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, মার্চপাস্ট, কুচকাওয়াজ, বীর মুক্তিযুদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক, সালেহীন তানভীর গাজী, পুলিশ সুপার নুরে আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলার মুক্তিযুদ্ধারা ও সরকারি – বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ নানা শ্রেনী পেশার মানুষ।