মাদারীপুরে জেলার শিবচরে একটি ভেজাল গুড়ের কারখানাসহ তিনটি তরমুজের দোকানে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। এসময় তাদের মালিকদের ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে থেকে বিকেল পর্যন্ত উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের দোতারা গ্রামে মো: ফজলু খানের বাড়িতে ও পাঁচ্চর বাজারের তিনটি তরমুজের দোকানে এ অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সুত্র জানায়,” দোতারা এলাকায় চিনি ও বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশ্রনে ফজলু খানের বাড়িতে গুড় তৈরী করার অভিযোগে তাকে ২০ হাজার টাকা ও পাঁচ্চর বাজারের তিনটি তরমুজের দোকানে মূল্য তালিকা না টানানোর অভিযোগে তরমুজ ব্যবসায়ী মো: ইউনুস বেপারীকে ২ হাজার টাকা, ব্যবসায়ী কামাল হাওলাদারকে ২ হাজার ও ব্যবসায়ী মো: আলম ফরাজিকে ৩ হাজার টাকা করে মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, জনস্বার্থে নিয়মিত আমাদের অভিযান চলবে।

এসময় মাদারীপুর জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, শিবচর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. ফজলুল হক ও শিবচর থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন।