মাদারীপুরে ৫টি ফলের দোকানসহ বিভিন্ন দোকানে  অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস। সোমবার (১৮ মার্চ) দুপুরে মাদারীপুর সদর উপজেলার পুরান বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় রমজান উপলক্ষে সকল ব্যবসায়ীকে সর্তক বার্তা দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান, মূল্যের তালিকা প্রদর্শন না করা, প্রতিশ্রুতি অনুযায়ী সেবা না দেওয়ায়  কারনে প্রতিশ্রুত সেবা যথাযথ না দেওয়ায় হাওলাদার ফল ভান্ডারকে ৩ হাজার টাকা, মূল্যের তালিকা না থাকায় ওসমান ফল ভান্ডারকে ৩ হাজার টাকা, মূল্যের তালিকা প্রদর্শন না করায় মেসার্স আল মদিনাকে ৪ হাজার টাকা, মূল্যের তালিকা প্রদর্শন না করায় আল্লারদান ফলের ২ হাজার টাকা, মূল্যের তালিকা প্রদর্শন না করায় লিপু তরমুজের ৩ হাজার টাকা পৃথকভাবে ৫টি দোকানে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া রমজান উপলক্ষে মাইকিং করে সকল ব্যবসায়ীকে সর্তক বার্তা দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এবং নিজে দাড়িয়ে থেকে ন্যায্য মূল্যে ফল কিনতে ক্রেতাদের সহযোগিতা করেন।