চট্টগ্রামে ১২ বছর পর একটি মাদক মামলায় একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৮ মার্চ) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়ার আদালত আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। দণ্ডিত ব্যক্তি কুমিল্লার কোতোয়ালি থানার বাসিন্দা।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোহাম্মদ নোমান চৌধুরী জানান, চট্টগ্রামে এক যুগ আগে ২০১২ সালে একটি মাইক্রোবাস থেকে ৫৪০ বোতল ফেনসিডিল জব্দ করে র্যাব-৭। ওই ঘটনায় র্যাব-৭-এর তৎকালীন ডিএডি কাজী মিজানুর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা করেন। সেই মামলায় আসাদুজ্জামান বাপ্পী (৪০) নামের এক গাড়িচালককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।