লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় একটি মর্টার শেল পাওয়া গেছে। মর্টার শেলটি মুক্তিযুদ্ধের সময়কার বলে ধারণা করা হচ্ছে।কিছু আগেও একই উপজেলায় পুকুর খনন করতে গিয়ে আরেকটি মর্টার শেল পাওয়া গিয়েছিলো।

স্থানীরা জানায় বুধবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার বড়খাতা ইউনিয়নের বড়খাতা বালিকা বিদ্যালয়ের পাশে মুন্সিপাড়া এলাকায় ঈদের মাঠ প্রস্তুত করতে মাটি ভরাট করার কাজ চলছিলো। সেই মাটি খুড়তে গিয়ে এক শ্রমিক পরিত্যক্ত ওই মর্টার সেলটি দেখতে পান। পরে তারা দ্রুতই পুলিশকে জানান। মর্টার শেলটি দেখতে লোকজন ঘটনাস্থলে ছুটে এসে ভীর করতে থাকে। পরে পুলিশ এসে লোকজনদের সরিয়ে দেয়।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম জানান, বোমা বা মর্টারসেল সাদৃশ্য যে বস্তু পাওয়া গেছে সেটির বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে। তারা আসলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

উল্লেখ্য এর আগেও উপজেলায় আরেকটি মর্টার সেল উদ্ধার হলে সেটি সেনাবাহিনীর একটি বোম্ব ডিসপোজাল ইউনিট এসে তিস্তার পাড়ে নিয়ে বিস্ফোরণ ঘটায়।