এসএসসি পরীক্ষা চলাকালীন রংপুরে অনুষ্ঠিতব্য কনসার্ট বন্ধের দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে রংপুর জেলা প্রশাসক, সিটি মেয়র, পুলিশ কমিশনার, পুলিশ সুপার, ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দের কাছে স্মারকলিপি প্রদান করেন, সচেতন রংপুরবাসীর পক্ষে ছাত্রনেতা সোহেল রানা ইমন, আকতারুজ্জামান লিপু, রাহেল চৌধুরী পিন্টু, বিজয় প্রসাদ তপুসহ অন্যরা।

স্মারকলিপিতে বলা হয়, গত ১৫ ফেব্রুয়ারী এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এরই মধ্যে হঠাৎ করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মেভিক্স গ্লোবাল ইভেন্ট ম্যানেজমেন্টের উদ্যোগে আগামী ২৩ ফেব্রুয়ারী রংপুর শেখ রাসেল স্টেডিয়ামে রিদম এ্যান্ড নর্থল্যান্ড কনসার্টের আয়োজন করেছে। শেখ রাসেল স্টেডিয়াম নগরীর প্রাণকেন্দ্রে হওয়ায় কনসার্ট আয়োজিত হলে শিক্ষার্থীদের লেখাপড়ার মনোযোগ নষ্ট হবে। যার প্রভাব পড়বে এসএসসি পরীক্ষার ফলাফলে।

ছাত্রনেতা সোহেল রানা ইমন বলেন, কনসার্টের প্রধান দর্শক স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী। রংপুর শেখ রাসেল স্টেডিয়ামের আশপাশটি আবাসিক এলাকা। তাই এখানে কনসার্ট হলে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মনোযোগ নষ্ট হবে। আমরা সচেতন রংপুরবাসী কনসার্ট বন্ধ জেলা প্রশাসক, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র, পুলিশ কমিশনার, পুলিশ সুপার, জেলা ক্রীড়া সংস্থা বরাবরে আবেদন করেছি। আশা করছি শিক্ষার্থীদের কথা ভেবে প্রশাসন কনসার্ট বন্ধে উদ্যোগ গ্রহণ করবে।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, একটি আবেদন পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।