ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাতিয়া উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে নিবন্ধিত প্রান্তিক জেলেদের মধ্য থেকে নির্বাচিত জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।মঙ্গলবার বিকেলে উপজেলার মৎস্য ভবনের সামনে নির্বাচিত ১৬ জন জেলের মাঝে এ বকনা বাছুর বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাজু আহমেদ এর সভাপতিত্বে উক্ত বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কেফায়েত উল্যাহ, বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম সারওয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল বাছেদ সবুজ, হাতিয়া প্রেসক্লাবের সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুমদার প্রমুখ।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো: সাজু আহমেদ জানান, মৎস্য শিকার নিষিদ্ধ সময়ে বেকার জেলেরা যাতে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারে তারই উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে এই উপকরণ বিতরণ করা হয়।