ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি নুরুল ইসলাম মুন্সি (৪৭) মারা গেছেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন। নুরুল ইসলামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গোমা গ্রামে। তার বাবার নাম মোবারক আলী মুন্সি।

জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, চিকিৎসার জন্য গত ২৩ জানুয়ারি, বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে তাকে ঢাকায় পাঠানো হয়। এরপর ২৭ জানুয়ারি, ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে তাকে ঢাকা মেডিকেলে এনে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছ বলেও জানান এই জেল সুপার।