৪০তম বিসিএসের নন-ক্যাডার থেকে ৮৯ জন প্রার্থীকে ১০ম গ্রেডে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন শুল্ক, আবগারী ও ভ্যাট অনুবিভাগে সহকারী রাজস্ব কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর।
এতে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশে এবং মেডিকেল বোর্ড প্রদত্ত স্বাস্থ্য পরীক্ষার প্রত্যয়ন পত্র ও পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনের আলোকে তাদের নিয়োগ প্রদান করা হলো।
আগামী ১১ মার্চ পদায়নকৃত সংশ্লিষ্ট কর্মস্থলে বা কমিশনারেটে যোগ দিতে প্রার্থীদের অনুরোধ করা হয়েছে।
প্রার্থী তার যোগদানপত্র পদায়নকৃত কর্মস্থলে দাখিল করবেন। নির্ধারিত তারিখে চাকরিতে যোগ না দিলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে।
বার্তা বাজার/ জে আই