ঈমান, আমল ও আখলাক শেখার মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসল্লীরা অতিবাহিত করছেন ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন। বিভিন্ন খিত্তায় ভাগ হয়ে মুরব্বিদের থেকে নিচ্ছেন জীবন চলার পাথেও। আগামীতে দুই পর্ব নয় এক পর্বে ইজতিমা করতে চান আগত মুসল্লীরা। কাল রবিবার (১১ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের ইজতেমা।

শামিয়ানার ভেতরে যত দূর চোখ যায়, শুধু মানুষ আর মানুষ। মাঠে পাটি ও চট বিছিয়ে শুনছেন বয়ান। কেউ আবার রান্না করা অবস্থায় বয়ান শুনছেন। কেউ কেউ করছিলেন অজু ও গোসল। তবে সবাই অন্য কাজে ব্যস্ত থাকলেও মনোযোগ ছিল মাইকে ভেসে আসা বয়ানের দিকে। তুরাগতীরে প্রায় ১৬০ একর জায়গার পুরোটাতেই এমন দৃশ্য। নিজেকে সংশোধন এবং দ্বীন শেখার উদ্দেশ্যেই আসা ধর্মপ্রান মুসল্লীদের।

নিজে ধর্মীয় রীতিনীতি শিখবেন এবং অপরকে শেখাবেন। সেই উদ্দেশ্যে এসেছেন অনেকে।

রবিবার মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদের পরিচালনায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমার সকল আয়োজন।

বার্তা বাজার/জে আই