সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ পিছিয়ে পড়েছে। কমলাপুর স্টেডিয়ামে চলমান ম্যাচের প্রথমার্ধে ভারত ১-০ গোলে এগিয়ে আছে।

ম্যাচের শুরুতেই লিড নেয় ভারত। ৮ মিনিটে ভারতের অধিনায়ক নিতু লিন্ডা লম্বা পাস দিয়েছিলেন শিবানী দেবিকে। শিবানির কাছাকাছি ছিলেন দুই ডিফেন্ডার জয়নব ও আফঈদা খন্দকার। কেউই বাধা দিতে পারেননি শিবানিকে। গোলরক্ষক একটু এগিয়ে এসেছিল। শিবানি নিখুত শটে বল জালে পাঠান। সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে চতুর্থ ম্যাচে এসে বাংলাদেশের জালে প্রথম বল পাঠাতে পেরেছে ভারত।

ঠিক ৮ মিনিট পর ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল ভারত। এবারও সেই শিবানি। ডান দিক দিয়ে ঢুকে তিনি যে শট নিয়েছিলেন তা চলে যায় ক্রসবারে বাতাস দিয়ে।

আগের তিন ম্যাচের তুলনায় ফাইনালে বাংলাদেশের মধ্যমাঠ এলোমেলো ছিল। সেই সুযোগে ভারতের মেয়েরা বেশ কয়েকবার বাংলাদেশ রক্ষণে হানা দিতে পেরেছে। বাংলাদেশ চেষ্টা করেছে প্রথমার্ধে ম্যাচে ফিরতে পারেনি। পিছিয়ে থেকেই বিরতিতে গেছে স্বাগতিক মেয়েরা।

বাংলাদেশ একাদশ

স্বর্ণা রানী মন্ডল, আফঈদা খন্দকার, রুমা আক্তার, জয়নব বিবি রিতা, সুরমা জান্নাত, মুনকি আক্তার, স্বপ্না রানী, মোসামাৎ সাগরিকা, পূজা দাস, ইতি খাতুন, বন্যা খাতুন।

বার্তা বাজার/জে আই