গতকাল এক বিবৃতি দিয়ে সিলেট স্ট্রাইকার্স কতৃপক্ষ জানিয়েছিল বিরতিতে যাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পাওয়ায় বিপিএল ছেড়েছেন তিনি। মাশরাফি না থাকায় দলের সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুনকে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিয়েছে সিলেট কতৃপক্ষ।

তবে সিলেট দলে থাকা জাতীয় দলের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে দায়িত্ব দেয়নি ম্যানেজমেন্ট। জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া শান্তর সিলেটের দায়িত্ব না পাওয়ায় খানিকটা অবাকই হয়েছেন দুর্দান্ত ঢাকার প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন।

আজ বৃৃহস্পতিবার সিলেটে সুজন বলেন, ‘যেকোনো ফ্র্যাঞ্চাইজি তাদেরই চিন্তা-ভাবনায় যা করার করবে। আমিও অবাক হয়েছি। অবশ্যই মাশরাফি আমাদের একজন সেরা নেতা। সিলেট দলে আমি আশা করেছিলাম যে, শান্ত যেহেতু বর্তমান দলে বাংলাদেশের অধিনায়ক সেখানে শান্তর অধিনায়কত্ব করা ভালো হতো। আমি যদি হতাম আমি সেটাই চিন্তা করতাম। আমি জানি যে, মাশরাফিও সেরকম। সেও তরুণদের সুযোগ দেয়।’

সুজন আরও বলেন, ‘আমি জানি না কারণটা কি, কেন মাশরাফিকে নেতৃত্ব দিতে হলো। মাশরাফি খেলতেই পারতো। সে যে খেলতে পারবে না, এমনটা নয়। তবে শান্ত যেহেতু বর্তমানে জাতীয় দলের ক্রিকেটার, সাকিব না খেলাতে অধিনায়ক ছিল। ওকে নেতৃত্বের দায়িত্ব দিতেই পারত। তবে এটা ফ্র্যাঞ্চাইজির ব্যাপার। তাদের হয়ত মাশরাফির ওপর ভরসা বেশি। আমি হলে হয়ত বর্তমান অধিনায়ক কে সেটা চিন্তা করতাম।’

বার্তা বাজার/জে আই