মানবাধিকার সুরক্ষায় অগ্রাধিকার দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের একদল বিশেষজ্ঞ। বুধবার (২৪ জানুয়ারি) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বাংলাদেশে মানবাধিকার, মৌলিক অধিকার ও আইনের শাসনের বিপজ্জনক অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।

বিজ্ঞপ্তিতে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে নাগরিক সমাজের প্রতিনিধি, মানবাধিকারকর্মী, সাংবাদিক ও রাজনৈতিক কর্মীদের ওপর আক্রমণ, হয়রানি ও ভয়ভীতি দেখানোর ঘঠনায় তারা উদ্বিগ্ন। এতে আরো বলা হয়, জাতীয় নির্বাচন আগে দেশটিতে বিরোধী দলের আনুমানিক ২৫ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া নির্বাচনকেন্দ্রীক সহিংসতায় ৫৬ জন নিহতের এবং রাজনৈতিক বন্দীদের নির্যাতন ও চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ উঠেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অতিরিক্ত বলপ্রয়োগের ব্যাপারেও উদ্বিগ্ন জানান জাতিসংঘের বিশেষজ্ঞরা।

বার্তা বাজার/জে আই