ফিল্ডিংয়ে নিজের সেরাটা দিতে পারছেন না। কয়েক কদম দৌড়াতেই ব্যথা অনুভব করছেন পায়ে। প্রথম ম্যাচে এক উইকেট পেলেও শেষ দিকে বোলিংয়ে এসে হজম করেন টানা দুই ছক্কা ও চার। সিলেট স্ট্রাইকার্সও হেরে যায় ৭ উইকেটে।

আজ রংপুর রাইডার্সের বিপক্ষে বোলিংই করেননি মাশরাফি বিন মর্তুজা। ব্যাটিংয়ে তিন নম্বরে নেমে চমকে দেন তিনি। কিন্তু রান আউটের কাটায় পড়ে ৬ রানেই থামতে তাকে। সিলেট স্ট্রাইকার্স কর্তৃপক্ষ অবশ্য আগেই জানিয়েছে, আনফিট হলেও মাশরাফির মাঠের উপস্থিতি বিশাল গুরুত্ববহন করে তাদের কাছে। তবে এতে বিপিএলের মতো টুর্নামেন্টকে ছোট করা হচ্ছে বলে মনে করেন মোহাম্মদ আশরাফুল।

আজ দিনের প্রথম ম্যাচের আগে টি স্পোর্টসের সঙ্গে আলোচনায় বন্ধু মাশরাফিকে নিয়ে আশরাফুল বলেন, ‘ক্যাপ্টেন ফ্যান্টাসটিক আমরা তার নাম দিয়েছি, অসাধারণ লিডার। সে সবার কথা শুনে, খেলাটা ভালো বুঝে। কিন্তু অধিনায়ক যদি নিজে পারফর্ম করে নেতৃত্ব দেওয়া সহজ হয়। ‘

‘আট মাস সে ক্রিকেটের বাইরে ছিলো, নির্বাচনের জন্য ব্যস্ত ছিলো। একদিন মনে হয় অনুশীলনে এসেছিল বল করেছিলো কি না জানি না। নেমেই প্রথম বলে উইকেট পেয়েছে (হাসি)। আসলে ওকে যখন মোকাবেলা করে একটা তরুণ খেলোয়াড় তারা আসলে দ্বিধায় থাকে আমি মারব কি মারব না। আউট হলে একটা প্রেস্টিজের বিষয় আছে। এইসব জিনিসের কারণে হয়তবা ফ্রিলি খেলতে পারে না। ‘

মাশরাফির জন্য একজন তরুণ পেসারের সুযোগ নষ্ট হচ্ছে বলে জানালেন আশরাফুল। তিনি বলেন, ‘সে কিন্তু খেলতে চাচ্ছিলো না, মালিকরা চাচ্ছে সে মাঠে দাঁড়িয়ে থাকুক। এটা আমার মনে হয় এই টুর্নামেন্টটাকে ছোট করা হচ্ছে। কারণ এই ধরনের টুর্নামেন্ট পুরো বিশ্বজুড়ে দেখছে। এখানে আমাদের আগামীর খেলোয়াড় আসবে। এই যে ছয়মাস পর আমাদের বিশ্বকাপ। তাদের (সিলেট স্ট্রাইকার্স) দলে কিন্তু রেজাউর রহমান রাজা বসে আছে। যার একটা সুযোগ ছিলো এই টুর্নামেন্টে ভালো করলে বিশ্বকাপে সম্ভাবনা থাকত। সে জায়গায় একটা মিসিং। ‘

আশরাফুলের সঙ্গে সুর মিলিয়ে ধারাভাষ্যকার রাসেল আর্নল্ড বলেন, ‘সে (মাশরাফি) ফিট না। কারণ সে দুই তিন পা দৌড়ে বল করছে। মিডিয়াম পেস নাকি অফ ব্রেক করছে আমি নিশ্চিত না। কিন্তু সে একটা উইকেট পেয়ে গেছে (হাসি)। আদর্শগতভাবে আপনি আরও প্রাণশক্তি চাইবেন, আরও দায়িত্ব নেওয়ার প্রবণতা আরও তীব্রতা দেখতে চাইবেন। সে খেলছে, আলোচনা তৈরি করতে সক্ষম হয়েছে। কিন্তু খেলার দিক থেকে যদি ভাবি সে আসলে আদর্শ অবস্থায় নেই। ‘

বার্তা বাজার/জে আই