পটুয়াখালীর গলাচিপা উপজেলা থেকে পাঁচশো পিচ ইয়াবাসহ মিলন হাওলাদার (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (২২ জানুয়ারি) সকাল সাতটায় গোলখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের হরিদেবপুর বাসষ্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী মিলন হাওলাদার গলাচিপা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের রতনদী ইটবাড়িয়া গ্রামের মৃত লাল মিয়া হাওলাদারের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সঞ্জীব কুমার সরকার জানান, জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম পিপিএম ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ একেএম আজমল হুদার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপার গোলখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের হরিদেবপুর বাসষ্ট্যান্ড এলাকা থেকে মাদক ব্যবসায়ী মিলন হাওলাদারকে তার পরণের লুঙ্গীর ভেতর থেকে পাঁচশো পিচ ইয়াবাসহ আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা জানান, আটককৃত আসামি মাদক ব্যবসায়ী মিলন হাওলাদারের বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
বার্তাবাজার/এম আই