কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশী পিস্তলসহ এক রোহিঙ্গাকে আটক করেছে ১৪ এপিবিএন।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, ২ রাউন্ড পিস্তলের গুলি, ৫ রাউন্ড রাইফেলের গুলি এবং ১টি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে ১৪ এপিবিএ এর অধিায়ক (অতিরিক্ত ডিআইজি) মো: ইকবাল জানিয়েছেন, রোববার বিকেল সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর ব্লক – জি/৪৫ এবং ক্যাম্প-২০(এক্সঃ), ব্লক-এস/৪-বি/১ এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মুজিবুর রহমান (২৩) কে আটক করা হয়। সে উখিয়ার ক্যাম্প-১৮ এর মোঃ রফিক ছেলে।

গোপন সংবাদ ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ওয়ালাপালং পুলিশ ক্যাম্প এর ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার অনীশ কীর্ত্তনীয়া এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স’সহ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অস্ত্রসহ রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: শামীম হোসেন জানিয়েছেন, ধৃত আসামীকে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয় ।

বার্তাবাজার/এম আই