তীব্র শীতে হুইল চেয়ার ঠেলে হেঁটে হেঁটে সামনের কলেজ বাজারে মানুষের কাছে থেকে হাত পেতে টাকা নিতে যান তাহেরা। কখনো পান আবার কখনো ফিরেন খালি হাতে। এ বয়সে কতইবা হেঁটে ভিক্ষা করা যায়? তাইতো বাড়ি ফিরছেন তিনি।

তার বাড়ি বগুড়া সদরের ফুলবাড়িতে। রোজ সকালে বের হয়ে কলেজ বাজারে ঘন্টা কয়েক ভিক্ষা করে আবারও বাড়ি ফিরেন হুইল চেয়ার ঠেলতে ঠেলতে।

যাকে দেখছেন তার বয়স কত? প্রথম দেখাতে কত মনে হবে। একটু ভাবুন.. আমিই বলছি বয়স তার ৭০ এর কাছাকাছি । ৪ সন্তানের জননী তাহেরা বেগম। স্বামী মারা যাওয়ার পর ছেলে মেয়েদের বিয়ে দিয়েছেন। নিজে কাজ করে সব ঠিক মতো চললেও হঠাৎ একটি দূর্ঘটনায় পায়ে আঘাত পেয়ে কাজ করার ক্ষমতা হারান। এরপর থেকেই ভিক্ষাবৃত্তি বেছে নিয়েছেন তিনি।

মানুষের কাছে হাত পেতে যা পান সেটি দিয়েই তার দিন পার হয়। যখন অসুস্থ হয়ে পরেন তখনই হয় বিপত্তি। চোখের অসুখের জন্য নিজের ঘরের ফ্যান ও ছাগল বিক্রি করে দিয়ে পথে ঘুরে চিকিৎসার খরচ চালাচ্ছেন তাহেরা বেগম।

তাহেরা আর হাঁটতে চাননা এভাবে। এই অসহায়ত্ব ও চিকিৎসা সেবার ব্যয় মেটাতে মানবিক মানুষ সাহায্যর হাত বাড়িয়ে দিবেন বলে আশা তাহেরার।

বার্তা বাজার/জে আই