টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বনের গজারি গাছ চুরি করে উজাড় করে দেওয়া হচ্ছে। এতে করে পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি সরকার রাজস্ব হারাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাটাইল উপজেলার ধলাপাড়া রেঞ্জের আওতাধীন ৮৮.৪৫ বর্গ কিলোমিটার বনাঞ্চলে গজারি গাছের আধিক্য রয়েছে। এসব গাছ চোরাকারবারিরা চুরি করে অবৈধ করাতকলগুলোতে বিক্রি করে দিচ্ছে। এতে করে প্রতিদিন বনের গাছ সাবাড় হচ্ছে।

জানা গেছে, ঘাটাইল উপজেলায় মোট ২০৩টি করাতকল রয়েছে। এর মধ্যে পৌর এলাকার ২৪টি বাদে বাকি সবটিই অবৈধভাবে গড়ে উঠেছে। এসব করাতকলগুলোতে গজারি গাছের কাঠের চাহিদা বেশি। তাই চোরাকারবারিরাও এই গাছগুলোকেই বেশি চুরি করে থাকে।

ঘাটাইল উপজেলার বটতলী বিট কর্মকর্তা হেলালুর রহমানের কাছে গজারী গাছ সর্ম্পকে জানতে চাইলে বিষয়টি পরে জানাচ্ছি বলে ফোন কেটা দেয়।

এদিকে, গজারি গাছ চুরি করে উজাড় করার ফলে পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদরা। তারা অবিলম্বে এ সমস্যা সমাধানের দাবি জানান।

বার্তা বাজার/জে আই