গাজা উপত্যকায় ইসরাইলের বর্বর হামলায় এ পর্যন্ত ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এতো মানুষকে হত্যা করা ঠিক হয়নি, এমন মত প্রকাশ করায় ইসরাইলি এক শিক্ষককে কারাগারে পাঠিয়েছে নেতানিয়াহু সরকার। খবর আল-জাজিরার

প্রথমে ওই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। ইসরাইল হামাস সংঘাত প্রত্যক্ষ করে ফেসবুকে সরব হয়েছিলেন তিনি। ফেসবুকে তার লেখা দেখে তাকে বরখাস্ত করা হয়।

জানা যায়, তিনি ছিলেন ইতিহাসের শিক্ষক। ইসরাইলের পেটাচ টিকভা পৌরসভায় তার বাস। নাম মীর বারুচিন।

মীর বারুচিনকে বরখাস্তের পরপরই গ্রেফতার করে একটি নির্জন কারাগারে পাঠানো হয়।

মুক্তি পাওয়ার পর তিনি দ্য গার্ডিয়ানকে বলেন, চুপ থাকুন, তাহলেই নিরাপদ থাকবেন। আমি মনে মনে ভেবেছিলাম, যখন অবসর নেব তখন আমি এ সিদ্ধান্তে উপনীত হতে পারব যে, এটি (বাকস্বাধীনতা) নাগরিকবিজ্ঞানে আমার দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা।

বার্তা বাজার/জে আই