মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ইউনিয়ন (ভূমি) উপ-সহকারী কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম (৫০) মারা গেছেন।

৫ দিন মৃত্যু শয্যায় থাকার পর অবশেষে মঙ্গলবার রাত ১১টার দিকে ঢাকার আগারগাঁও ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সে মাদারীপুর সদর উপজেলার নয়াকান্দি বাজিতপুর গ্রামের রফ বেপারীর ছেলে ও উপজেলার ইশিবপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায়, গত শনিবার (৬ জানুয়ারি) মোটরসাইকেল চালিয়ে নির্বাচনী ব্যালট বাক্স বিতরনী অনুষ্ঠানে যোগ দিতে রাজৈর উপজেলা পরিষদ চত্ত্বরে যাচ্ছিলেন উপ-সহকারী কর্মকর্তা রফিকুল। এসময় ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসষ্ট্যান্ড মোড়ে অপরদিক থেকে আসা মাদারীপুরগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এসময় তিনি ছিটঁকে রাস্তার উপর পড়ে যায়। পরে তাকে জ্ঞানহীন অবস্থায় প্রথমে রাজৈর ও পরে ঢাকা আগারগাও নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজৈর থানার ওসি মোঃ আসাদুজ্জামান হাওলাদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/এম আই