সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন ১৩৬ টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন থেকে নব-নির্বাচিত খান আহমেদ শুভ।

বুধবার (১০জানুয়ারি) সকালে জাতীয় সংসদের শপথ কক্ষে স্পিকার শিরিন শারমিন চৌধুরী তাঁকেসহ নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য খান আহমেদ শুভ রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন। শপথ অনুষ্ঠানে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আ.লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

খান আহমেদ শুভ ২০২২ সালের ১৬ জানুয়ারি টাঙ্গাইল-৭ আসনে উপ- নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নিয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নেন তিনি। গত রোববার (৭জানুয়ারি) ৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে
পরাজিত করে সে আবারও এ আসনে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

এছাড়া টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুকের ছেলে।

বার্তাবাজার/এম আই