টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনে অনুষ্ঠিতব্য আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন হারানো আসন পুনরুদ্ধার করলেন সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান ওরফে রানা। তিনি ৮২হাজার ৭শত ৪৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হোন। তার নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ আওায়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান পেয়েছেন ৬৯হাজার ৩৫ ভোট।

রবিবার রাত ১০টায় উপজেলা পরিষদের হল রুম থেকে সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসান, উপজেলা নির্বাচন অফিসার জন কেনেথ রিছিলের সমন্বয়ে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করেন। নির্বাচনে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন।

এছাড়া জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক পেয়েছেন আব্দুল হালিম রনি, ৭৮৮, বাংলদেশ জাতীয়তাবাদী আন্দোলন( বিএনএম) নোঙ্গর প্রতীক ১ হজার ৫‘শত ভোট, বাংলাদেশ সাম্যবাদী দল কমরেডে মোঃ সাখাওয়াত খান(সৈকত)চাঁকা প্রতীকে পেয়েছেন ২৩৪ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি মোঃ হাসান আল মামুন সোহাগ আম প্রতীকে ভোট পেয়েছেন দুইশত ৫ ভোট।

উল্লেখ্য, এই আসন থেকে২০১২ সালে ৫৭৮৮৩ভোটে স্বতন্ত্রপ্রার্থী আনারস প্রতীকে আমানুর রহমান খান বিপুল ভোটে জয়ী হোন।পরে ২০১৪সালে নৌকা প্রতীকে বিজয়ী হোন।

বার্তাবাজার/এম আই