দ্বাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ)- ২৪৪ আসনের নির্বাচনে স্বতন্ত্র কলার ছড়ি প্রতীকের প্রার্থী আলহাজ্ব মঈন উদ্দিন মঈন ৮৪ হাজার ১৩৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।

রবিবার রাতে জেলা রিটানিং কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বেসরকারিভাবে আলহাজ্ব মঈন উদ্দিন মঈনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

ফলাফলে আলহাজ্ব মঈন উদ্দিন মঈন ২৮৮৫৪ভোট বেশী পেয়ে বেসরকারিভাবে আসনটির এমপি নির্বাচিত হন।

ঘোষিত ফল অনুযায়ী, ১৩২টি কেন্দ্রের মধ্যে কলার ছড়ি প্রতীকে আলহাজ্ব মঈন উদ্দিন মঈন পেয়েছেন ৮৪, হাজার ১৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এ আসনের সাবেক এমপি অ্যাড. জিয়াউল হক মৃধা ঈগল প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ২৮১ ভোট।

লাঙ্গল প্রতীকে অ্যাড. রেজাউল ইসলাম ভূইয়া পেয়েছেন ৩৪০৮ ভোট, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির আব্দুর রাজ্জাক পেয়েছেন ৩৭৯ ভোট, মিনার প্রতীকে আবুল হাসনাত পেয়েছেন ৯৯৪ ভোট, সোনালী আঁশ প্রতীকে মানুল হাসান তুষার পেয়েছেন ৪৩১৮ ভোট এবং ফুলের মালা প্রতীকে ছৈয়দ জাফরুল কুদ্দুস পেয়েছেন ৫২২ ভোট। নির্বাচনে ভোট পড়েছে ১ লাখ ৪৯ হাজার ১১৯। এই আসনে মোট ভোটার ছিল ৪লক্ষ ১০ হাজার ৭২ ভোট।

এর আগে সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ চলে। এই আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করেন।

বার্তাবাজার/এম আই