দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী -৬ হাতিয়া আসনে ব্যাপক ভোটার উপস্থিতিতে ভোট গ্রহণ চলছে। কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রবিবার (৭ জানুয়ারি) সকাল থেকে হাতিয়া রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নলচিরা ভূঁইয়ার হাট হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি কেন্দ্রে গিয়ে ভোটারের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়।
এদিকে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোহাম্মদ আলী সকাল ৮টায় তার নিজ কেন্দ্র মহিলা কলেজে ভোট প্রদান করেছেন।
ভোট দেয়ার পর মোহাম্মদ আলী বলেন, ‘এ নির্বাচনে জয়ের ব্যাপারে আমি খুব আশাবাদী। আমি মনে করি, এ নির্বাচনে ভোটারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। নির্বাচনে জয়লাভ করে আগামী ৫ বছর নোয়াখালী -৬( হাতিয়া)আসনের জনগণকে সাথে নিয়ে কাজ করতে চাই। হাতিয়ার উন্নয়নে আমার ভূমিকা থাকবে অগ্রগন্য। আপনারা আমাকে সহযোগিতা করলে আমি অনেক দূর অগ্রসর হতে পারবো
নোয়াখালী-৬ হাতিয়ায় ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩লাখ ১৫ হাজার ১শত ৩২। ভোট কেন্দ্র ৯৬টি। এতে আওয়ামীলীগ থেকে (নৌকা) মোহাম্মদ আলী, মুক্তিজোটের (ছড়ি প্রতিক) মোহাম্মদ মোজাম্মেল হক ও জাতীয় পার্টি (নাঙ্গল প্রতিক) থেকে মুশফিকুর রহমান প্রতিদন্দীতা করছেন।
বার্তা বাজার/জে আই