নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভায় নারায়ণগঞ্জ সদর থানা কৃষকলীগের সভাপতি কাশেম সম্রাটের নেতৃত্বে গোগনগর এলাকা থেকে হাজার-হাজার নেতাকর্মী নিয়ে বিশাল শো-ডাউন করে সভায় অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ প্রচারণায় নারায়ণগঞ্জের ওসমান আলী পৌর স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ কে এম শামীম ওসমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের একঝাঁক সিনিয়র নেতাকর্মী।
এ সময় কৃষক লীগের নারায়ণগঞ্জ সদর থানার সভাপতি কাশেম সম্রাট ও রানাসহ কৃষক লীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন। স্লোগানে-স্লোগানে মুখরিত হয় নগরীর রাজপথ।
বার্তাবাজর/এম আই