অসহযোগ আন্দোলনের পক্ষে বুধবার সকালে মাদারীপুর বিএনপি গণসংযোগ, লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করেছে।

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে বুধবার সকালে থেকে জেলার বিভিন্ন স্থানে দাবি দাওয়া সম্বলিত লিফলেট সাধারণ মানুষের হাতে তুলে দেন বিএনপির নেতাকর্মীরা। আসন্ন নির্বাচন বর্জন করতে জনগণকে আহ্বান জানানো হয়। পাশাপাশি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও সরকারের পদত্যাগের দাবি তোলেন দলীয় নেতাকর্মীরা।

বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন এর নেতৃত্বে লিফলেট বিতরণ করেছেন জেলার নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতারা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছেন।

লিফলেট বিতরণের সময় মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহবায়ক মো. মিজানুর রহমান মুরাদ, যুগ্ম-আহবায়ক এ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠুসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় বিএনপি নেতা আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, গুম হয়েছি, বারবার কারাবরণ করেছি তার পরেও রাজপথে ছিলাম, এখনো আছি। এই অবৈধ নির্বাচন বাতিলসহ নিশিরাতের সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফিরে যাবো না।

বার্তাবাজার/এম আই