সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরেও শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ কার্যক্রম। সকাল থেকেই জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হয়েছে। লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব কার্যক্রমের উদ্বোধন করেন। পরে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে বই বিতরণ শুরু হয়।

এ বছর জেলার ৫টি উপজেলায় প্রাক-প্রাথমিক , ইবতেদায়ী ও মাধ্যমিকের ৪ লাখ ২০ হাজার ৬শ ৫৬ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন বই। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে আনন্দে উচ্ছাসে মেতে উঠে শিক্ষার্থীরা।

জেলা প্রশাসক সুরাইয়া জাাহান বলেন, বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেয়া হচ্ছে। আজকের এ শিশুরাই আমাদের আগামীদিনের ভবিষ্যৎ। তারা যেন নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে সেজন্য সরকার বিনামূল্যে বই বিতরণের এ উদ্যোগ নিয়েছে। এবার বইয়ের কোন সংকট নেই। সকল শিক্ষার্থীদের হাতে স্বল্প সময়ের মধ্যে পৌঁছে যাবে নতুন বই।

বার্তাবাজার/এম আই