নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ওয়ানডে জয়ের সুখস্মৃতিতে এখনো আচ্ছন্ন বাংলাদেশ দল। কঠিন কন্ডিশনে দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে। সেই একই শহরে একই মাঠে এবার আরেকটি প্রথমের হাতছানি বাংলাদেশের সামনে। পার্থক্য শুধু এটা ২০ ওভারের সিরিজ। নেপিয়ারে ওয়ানডেতে যে সাফল্য মিলেছে, বাংলাদেশের লক্ষ্য সেই ধারা ধরে রেখে টি ২০ সিরিজও ঐতিহাসিক জয়ে শুরু করা। নিউজিল্যান্ডের মাটিতে এখনো কোনো টি ২০ জেতেনি বাংলাদেশ। তিন ম্যাচের টি ২০ সিরিজের প্রথমটিতে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। নেপিয়ারের ম্যাকলিন পার্কে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা ১২টা ১০ মিনিটে।

নিউজিল্যান্ডের মাঠে গত বছর প্রথম টেস্ট জিতেছিল বাংলাদেশ। নেপিয়ারে গত শনিবার প্রথমবারের মতো ওয়ানডে ফরম্যাটে নাজমুল হোসেনরা জয় পেয়েছে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে। স্বাগতিকদের মাত্র ৯৮ রানে অলআউট করে নয় উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। নিউজিল্যান্ডে আগে ১১টি টি ২০ খেলে এক ম্যাচেও জিততে পারেনি টাইগাররা। এর মধ্যে নয় ম্যাচেই প্রতিপক্ষ ছিল কিউইরা। স্বাগতিকরা সিরিজে তাই ফেভারিট হিসাবেই নামছে। তবে নাজমুল হোসেনের লক্ষ্য টি ২০ সিরিজ জয়। ওয়ানডেতেও একই লক্ষ্যের কথা জানিয়ে টানা দুই হারে সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ। এরপর শেষ ম্যাচে জয় পায়।

এদিকে টি ২০তে বাংলাদেশের ভালো খেলার সক্ষমতা নিয়ে অনেক প্রশ্ন ছিল। তবে উন্নতির ছাপ বেশ স্পষ্ট। এ বছর এই ফরম্যাটে ১১ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে নয়টিতে। এর মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার সাফল্যও আছে। কাজটা কঠিন হলেও এবার কিউই কন্ডিশনে সেই সাফল্যের ধারাবাহিকতা আবার দেখাতে চায় বাংলাদেশ। মঙ্গলবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি বলেন, ‘ওয়ানডে জয় অবশ্যই মানসিকভাবে সহায়তা করবে। ভালো একটি জয়ের পর সব সময় ভালো অনুভূতি থাকে এবং আবারও তা করার চেষ্টা থাকে। সংস্করণ যেটাই হোক, ওই জয় টি ২০ সিরিজে ভালো করতে আমাদের সহায়তা করবে।’

এদিকে ওয়ানডে দল থেকে কয়েকটি পরিবর্তন আছে টি ২০ দলে। ওয়ানডে সিরিজের মধ্যেই শুধু টি ২০ দলে থাকা ক্রিকেটাররা যোগ দিয়েছেন। একাদশেও তাই হবে পরিবর্তন। আর ওয়ানডের মতো টি ২০ ক্রিকেটেও নিউজিল্যান্ড খর্বশক্তির দল নিয়ে মাঠে নামবে। বাংলাদেশের মতো তারাও আগামী টি ২০ বিশ্বকাপের কথা ভাবছে। নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন ও পেসার কাইল জেমিসন নেই এই সিরিজে। দলকে নেতৃত্ব দেবেন স্পিনিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার। এছাড়া ডেভন কনওয়ে বিশ্রামে এবং চোটের কারণে নেই লকি ফার্গুসন, ম্যাট হ্যানরি ও হেনরি শিপলি। তবে নতুন যারা আছেন তারাও ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট। নিউজিল্যান্ড জানিয়েছে, এই সিরিজ দিয়েই তারা বিশ্বকাপের জন্য দল প্রস্তুত করা শুরু করবে। নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিডও জানিয়েছেন, আগামী টি ২০ বিশ্বকাপ শুরু হতে ছয় মাসের মতো সময় আছে। এই সিরিজ দিয়েই তাই টি ২০ বিশ্বকাপের দল প্রস্তুতিতে তারা এগিয়ে যেতে চায়।

বার্তাবাজার/এম আই