ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায় এবার ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আজ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কমলাপুরে ঢাকা রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।
মাসুদ সারওয়ার বলেন, ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ছাদের ওপর একটি চটের বস্তায় আগুন লাগার খবর পাওয়া যায়। ওপর থেকে হয়তো পড়েছে। ট্রেন থামিয়ে আগুন নির্বাপণ করে ট্রেনটি পুনরায় গন্তব্যে ছেড়ে যায়।
ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কোনো আগুন লাগার ঘটনা ঘটেছে কি না জানতে চাইলে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর রহমান বলেন, ‘আমরা ট্রেনে আগুন লাগার বিষয়টি শুনেছি। যতটুকু জেনেছি, চটের বস্তায় আগুন লেগেছে। তবে কীভাবে লেগেছে তা জানা যায়নি। ঘটনাস্থলে গিয়ে কোনো ট্রেনও আমরা পাইনি।’