কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের মেয়ে বেনজির আলম অয়ন এবার ভোটের মাঠে পা রাখলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ মুরাদনগর আসনে বাবার জন্য ভোটের মাঠে নেমেছেন তিনি।
বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার বিভিন্ন গ্রামে বাবার সঙ্গে পথসভায় যোগ দেন বেনজির আলম অয়ন।
সমাবেশে জাহাঙ্গীর সরকার তার বক্তব্যে বলেন, ‘আজকে থেকে আমার মেয়ে বেনজির আলম অয়নও রাজনীতিতে অভিষেক হলো। আমার মতো আমার মেয়েও সব সময় আপনাদের পাশে থাকবে। রাজনীতে তার হাতেখড়ি হলো। এখান থেকেই তার রাজনৈতিক জীবন শুরু।’
তিনি আরও বলেন, ‘ওর জন্য সবাই দোয়া করবেন। বেনজির দেশের বাইরে পড়ালেখা করে এসেছে, সে যেন আমার মতো আপনাদের সেবা করতে পারে।’
এসময় জেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল ও সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/জে আই