পাতাল-মর্ত্য-স্বর্গ প্রেক্ষাপটে সাজানো সাংস্কৃতিক সন্ধ্যা দিয়ে শেষ হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী সংগঠন ভাষা-সাহিত্য পরিষদ আয়োজিত ‘বাংলা উৎসব ১৪৩০’।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সন্ধ্যা সাড়ে ৫টায় বিভাগের ১৪তম আর্বতনের শিক্ষার্থী মুতাছিম বিল্লাহ ও আয়েশা আক্তারের সঞ্চালনায় সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হয়। যা শেষ হয় রাত সাড়ে ৯ টায়।

সাংস্কৃতিক সন্ধ্যায় ওডেসি নৃত্য, দেশাত্মবোধক গান, আধুনিক গান, নাটক, দলীয় নৃত্য, দলীয় গান ও প্রেক্ষাপটের সাথে প্রাসঙ্গিক পরিবেশনায় শেষ হয়।

সাংস্কৃতিক সন্ধ্যা শেষে বাংলা উৎসবের সাংস্কৃতিক পর্বের আহ্বায়ক বিভাগের সহকারী অধ্যাপক ড. সুমাইয়া আফরীন সানি বলেন, ‘শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এমন সুন্দর একটি আয়োজন সম্ভব হয়েছে। পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা বজায় থাকলে শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি পাবে। আজকের আয়োজন সুন্দর ও সুষ্ঠু হওয়ার পেছনে নাহিদা ম্যামের অবদান উল্লেখযোগ্য।’

সাংস্কৃতিক পর্ব কমিটির সদস্য সহকারী অধ্যাপক ড. নাহিদা বেগম বলেন, ‘দর্শকদের এরকম একটি সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেওয়ার পেছনে বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতা রয়েছে। সকলকে ধন্যবাদ। সংস্কৃতি চর্চার মাধ্যমেও এগিয়ে যাবে বাংলা বিভাগ।’

সাংস্কৃতিক অনুষ্ঠানের কলাকুশলীদের ধন্যবাদ জানিয়ে বাংলা উৎসব ১৪৩০ এর আহ্বায়ক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী বলেন, ‘বিদায়ী এ আবর্তনের সঙ্গে স্মরণীয় অনেক সময় কাটিয়েছি। আপনাদের মেধা দিয়ে পৃথিবী রাঙিয়ে তুলুন। বাংলা বিভাগের সঙ্গে আপনাদের সম্পর্ক থাকবে সবসময়। আপনাদের কর্মময় জীবন সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক।’

এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলা, সহযোগী অধ্যাপক ড. মোঃ মোকাদ্দেস- উল- ইসলাম বিদ্যুৎ, ড. কামরুন নাহার, সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু, সাদিয়া আফরোজ সিফাত, সুমনা আক্তার ও প্রভাষক মো: গোলাম মাহমুদ পাভেলসহ বিভাগের শিক্ষার্থীরা।

বার্তাবাজার/এম আই