যদি বিএনপি-জামায়াতের কর্মীদের কোনো প্রার্থীর পক্ষে পাওয়া যায়, তাহলে তাদের হাত-পা ভেঙে দিতে বলেছেন কুমিল্লা-৬ (সদর) আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার।

তার এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা গেছে, প্রতীক বরাদ্দের পর সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা সদরের ৬ নম্বর জগন্নাথপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূইঁয়ার বাড়িতে উঠান বৈঠকে এ মন্তব্য করেন কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাহাউদ্দিন বাহার।
এসময় বক্তব্যে এমপি বাহার বলেন, আগামী ৭ জানুয়ারি ভোট।

বিএনপি হেরে যাবে বলে নির্বাচনে আসেনি। কোনো প্রার্থীর পক্ষে বিএনপি-জামায়াত কর্মীদের পেলে তাদের হাত-ঠ্যাং (পা) ভেঙে দেবেন আপনারা।

আমি আপনাদের সঙ্গে আছি। কোনো ভয়ের কারণ নেই। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবে কুমিল্লার মানুষ।

ক্ষমতাসীন দলের এ প্রার্থী বলেন, বিগত ১৫ বছর কুমিল্লার এমন কোনো স্কুল-কলেজ–মাদরাসা–মসজিদ-মন্দির নেই, যেখানে উন্নয়ন হয়নি। আমি নিজেও অবাক হয়ে যাই, এত উন্নয়ন কীভাবে হলো! তাই ভোট দিয়ে উন্নয়ন ও গণতন্ত্র রক্ষা করতে হবে।

বার্তা বাজার/জে আই