মাদারীপুরের কালকিনিতে মুক্তিযোদ্ধাদের র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে কালকিনি উপজেলা মুক্ত দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় কালকিনি মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা কমান্ডের আয়োজনে উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ, উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. কায়েসুর রহমান, কালকিনি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান, কালকিনি উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকসহ উপজেলার মুক্তিযোদ্ধাসহ স্থানীয়রা।
বার্তাবাজার/এম আই