কুমিল্লায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সকল প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোববার ও সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী জেলার ১১টি আসনের ১২১ জনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। কুমিল্লা-১১ আসনে মনোনয়ন পত্রের বৈধতা পেয়েছেন ৬ জন প্রার্থী ও মনোনয়ন বাতিল হয়েছে ৫ প্রার্থীর ।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান জানান, কুমিল্লা- ১১ আসনে বৈধ ঘোষণা করা হয়েছে ৫ জনকে, বাতিল করা হয়েছে ৬ জনের মনোনয়নপত্র।

বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ মনোনীত মুজিবুল হক এমপি, স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মিজানুর রহমান, জাতীয় পার্টির মনোনীত মোস্তফা কামাল, জাকের পার্টির মনোনীত শাহ আলম মোল্লা ও ইসলামী ঐক্যজোট প্রার্থী মুফতি মোঃ খোরশেদ আলম।

মনোনয়ন বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীরা হলেন, এম তমিজ উদ্দিন ভুঁইয়া সেলিম, বিএনএমের জসিম উদ্দিন, সাংবাদিক মাহমুদুর রহমান খোকন, আবদুস সাত্তার মজুমদার, যুবলীগ নেতা মিয়া নিজাম উদ্দিন ও গণফোরামের এডভোকেট আবদুর রহমান জাহাঙ্গীর।

বার্তা বাজার/জে আই