আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২৯৭ (উখিয়া-টেকনাফ) থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তার চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা, উখিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুনেচ্ছা বেবী, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আমিনুল হক আমিন এবং কক্সবাজার জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তসলিমা আকতারকে সাথে নিয়ে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং ইমরান হোসাইন সজিব এর কাছে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।

এই সময় উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এম আই