বিএনপি থেকে বহিষ্কৃত শওকত মাহমুদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র কিনেছেন। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে জেলা নির্বাচন অফিস থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন শওকত মাহমুদ। তিনি জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন।এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহসভাপতির দ্বায়িত্ব পালন সহ বিভিন্ন কর্মকান্ডে লিপ্ত ছিলেন।

সাংবাদিককে বিষয়টি নিশ্চিত করেছেন শওকত মাহমুদ নিজেই। তিনি বলেন, কুমিল্লা-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছি। পরিবেশ পরিস্থিতি বুঝে তা জমা দেব। নির্বাচন করার ইচ্ছে আছে। জমা দেওয়ার আরও দুদিন সময় আছে। পরিবেশ ভালো মনে হলে মনোনয়ন জমা দিয়ে নির্বাচনে অংশ নেবে। চলতি বছরের ২১ মার্চ বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে দলটির সব পদ থেকে বহিষ্কার করা হয়।

বার্তা বাজার/জে আই