আমাকে আর ফেইসবুকে অনলাইনে দেখা যাবে না। সবাই ভাল থাকবেন। আমাকে ক্ষমা করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে এমন স্টাটার্স দিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ায় তন্ময় মিত্র নামের এক কলেজ পড়ুয়া ছাত্র আত্মহত্যা করেছে। শনিবার রাতে তাদের নব নির্মিত টিনের ঘরের আড়ায় ফাঁস লাগিয়ে তন্ময় আত্মহত্যা করে। নিহত তন্ময় উপজেলার ধানীসাফা ইউনিয়নের ফুলঝুরি গ্রামের নিরঞ্জন মিত্রের ছেলে ও মঠবাড়িয়া সরকারী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।
নিহতের বাবা নিরঞ্জন মিত্র জানান, শনিবার বিকেল থেকেই ছেলেকে দেখতে না পেয়ে মুঠোফোনে কয়েকবার ফোন করলে ফোনটি বন্ধ পাই। সন্ধ্যা গড়িয়ে এলেও ছেলের কোন খবর না পেয়ে ওর (তন্ময়ের) কয়েকজন বন্ধুর সাথে যোগাযোগের চেষ্টা করেও কোন খবর পাইনি। এরপর ছেলেকে বার বার ফোন করতে করতে খুজতে বের হই। পরে আমার বাড়ির কাছেই নতুন একটি টিনের ঘর তুলেছি সেখানে লাইট জ্বলতে দেখে ঘরের কাছে যাই। দরজা ভিতর থেকে দেয়া থাকায় ছেলেকে ডাকাডাকি করি। কোন সারা না পেয়ে টিনের ফাকা দিয়ে ভিতরে তাকিয়ে ছেলের পা ঝুলতে দেখি। পরে জানালা ভেঙে ঘরে ঢুকে ছেলেকে ঝুলন্তাবস্থায় উদ্ধার করি।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম তন্ময়ের ফেজবুক স্টাটার্স এর সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে হতাশাগ্রস্থ থেকেই সে আত্মহত্যা করেছ। খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য রবিবার সকালে জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।
বার্তা বাজার/জে আই