কক্সবাজারের উখিয়ায় জেলেদের সাথে মাছ ধরতে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ যুবক উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনার পাড়া এলাকার মোঃ আলীর ছেলে গোলাপ মোস্তফা (২৫)।
শুক্রবার (২৪ নভেম্বর) ভোররাতে উখিয়ার সোনারপাড়া পয়েন্ট দিয়ে জেলেদের সাথে সাগরে যায়, সেখানেই নৌকা থেকে সাগরে পড়ে যান গোলাপ মোস্তফা। এরপর জেলেরা অনেক খোঁজাখুজির পরেও তাকে না পেয়ে আবারো ঘাটে ফিরে আসে তারা।
স্থানীয়রা জানান, গোলাপ মোস্তফা পেশাদার জেলে ছিলেন না, সখের বশে শুক্রবার খুব ভোরে বড়শির ছোট নৌকা নিয়ে সোনারপাড়ার নৌঘাট থেকে অন্য জেলেদের সাথে সাগরে মাছ ধরতে যায়, নৌকাটিতে নিখোঁজ গোলাপ মোস্তফাসহ চারজন ছিলেন, সাগরে বড়শির ছিপ ফেলে মাছ ধরছিলেন সবাই, এ সময় গোলাপ মোস্তফা ঘুমের ঘোরে হটাৎ নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে যান, এরপর খোঁজাখুজি করে তাকে না পেয়ে অন্য তিন জন নৌকাটি নিয়ে ঘাটে ফিরে আসে।
স্থানীয় ইউপি সদস্য মৌলানা জালাল আহমেদ দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, গোলাপ মোস্তফা নিখোঁজ হওয়ার পর থেকে স্থানীয়রা সকাল থেকে স্পিড বোট আর মাছ ধরার নৌকা নিয়ে সাগরে উদ্ধার তৎপরতা চালিয়েছে, কিন্তু এখনো তাঁর খোঁজ পাওয়া যায়নি।
বার্তাবাজার/এম আই